চলতি হিসাব
১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী যে কোন বাংলাদেশী ব্যক্তি/ গোষ্ঠী একক বা যৌথ নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০৩৮ টি শাখায় হিসাব খুলতে পারেন। যারা সুদ ছাড়াই টাকা জমা দিতে চান (শরীয়াহ ভিত্তিক) তারা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন। ২৪ ঘন্টা অর্থ উত্তোলনের সুবিধা দিতে গ্রাহকদের Q-cash নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম ডেবিট কার্ড দেয়া হয়।
শর্তাবলীঃ
- সর্বনিম্ন বয়সঃ ১৮ বছর
- বাংলাদেশের নাগরিক
- অভিভাবকদের তত্বাবধানে ১৮ বছরের নিচে বয়সীদের একাউন্ট খোলা যায়।
Customer Benefit
- খুব দ্রুত সার্ভিস যা সহজেই নেয়া যায়।
- লেনেদেনের এস এম এস নোটিফিকেশন।
- ষান্মাসিক ভিত্তিতে একাউন্টে সুদ প্রদান করা হয়।
- Q-cash নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম ডেবিট কার্ড এর মাধ্যমে ২৪ ঘন্টা অর্থ উত্তোলনের সুবিধা দেয়া হয়।
- হিসাবধারী দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা (২০,০০০/- করে ৫টি লেনদেনের মাধ্যমে তুলতে পারবেন।
সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদিঃ
- একাউন্ট খোলার জন্য আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, নমিনীর তথ্য ,KYC ও লেনদেন প্রোফাইল সম্বলিত সম্পূর্ণভাবে পূ্রণকৃত ফর্ম;
- বিকেবি একাউন্টধারী কর্তৃক সত্যায়িত আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি;
- আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয় পত্র/ বাংলাদেশী পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি;
- আবেদনকারী কর্তৃক সত্যায়িত নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি;
- একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন ১,০০০ টাকার প্রারম্ভিক আমানত;
- একাউন্ট সচল রাখার জন্য কমপক্ষে ১,০০০ টাকার হিসাব রাখতে হবে;
- ব্যাংকের শর্তানুযায়ী ফর্মে উল্লেখিত সকল তথ্য।
**অন্যান্য তথ্যের জন্য আপনার নিকটবর্তী বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করেন।