Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২৪

কৃষি ও সেচ যন্ত্রপাতি ঋণ

কৃষি ও সেচ যন্ত্রপাতি ণঃ 

পরিবর্তনশীল অগ্রগতির সাথে তাল মিলিয়ে গতানুগতিক কৃষি ব্যবস্থা যান্ত্রিক পদ্ধতি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই সেক্টরের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য, বিকেবি বিভিন্ন কৃষি সরঞ্জাম এবং কৃষি সরঞ্জামসহ সেচ সরঞ্জাম উৎপাদন ও বিপণনের জন্য ঋণ সুবিধা প্রদান করে। সব ধরণের সেচ সরঞ্জামই এই সেক্টরের অধীনে রয়েছে যেমন, এলএলপি, এইচপিটি ডব্লিউ, এসটি ডব্লিউ, ডিটি ডব্লিউ।

কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প:

 কৃষি প্রধান দেশ হিসেবে এদেশে বিভিন্ন প্রকার শস্য ও ফল উৎপাদিত হয়। তাছাড়া সম্প্রতি পোল্ট্রি, ডেইরি, ফিসারিজের মত সেক্টরগুলো ব্যপকভাবে সমৃদ্ধ হয়েছে। প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া ও মূল্য সংযোজনের মাধ্যমে এই আইটেমগুলি রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। কৃষিভিত্তিক শিল্পগুলো হলো, পোল্ট্রি র্ফাম, ডেইরি ফার্ম ফুড প্রসেসিং প্ল্যান্ট, মৎস্য হিমায়ন/ প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি। স্বনামধন্য স্থানীয় ব্যবসায়ী এবং সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে যেকোন ধরণের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার জন্য ব্যাংকে অত্যন্ত গ্রহনযোগ্য ও উৎসাহিত। যৌথ উদ্যোগের অধীনে প্রকল্প ও সরাসরি বিদেশী বিনিয়োগকারীদের বিশেষ যত্ন নেয়া হয়।

পোল্ট্রি র্ফাম ঃ   

  • পোল্ট্রি ব্রয়লার ফার্ম 
  • পোল্ট্রি লেয়ার ফার্ম
  • পোল্ট্রি (ব্রয়লার /লেয়ার) হেচারি
  • পোল্ট্রি ফার্ম সম্পর্কিত/ নির্ভর প্রকল্প

 

ডেইরি ফার্ম ঃ   

  • দুধ উৎপাদন 
  • দুধ সংগ্রহ
  • দুধ প্রক্রিয়াজাতকরণ(ঘি, মাখন, পাস্তুরাইজেড দুধ ইত্যাদি উৎপাদন ) এবং বিপণন

 

খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্পঃ

  • ফল ভিত্তিক খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন 
  • ময়দা, রুটি ও বিস্কুট, সেমাই, নুডলস, চিপস, চানাচুর, কর্ন ফ্লেক্স, আলু ফ্লেক্স, ফ্রেন্স ফ্রাই, পপকর্ন, শিশু খাদ্য, র্স্টাচ ইত্যাদি    
  • জুস, জ্যাম, জেলি, টমেটো কেচাপ, সস, আচার ইত্যাদি উৎপাদন ও বিপণন 
  • মশলা প্রক্রিয়াজাতকরণ       
  • বিভিন্ন ধরণের তেল কল, ডাল কল ইত্যাদি  
  • খামার পর্যায়ে ক্ষুদ্র প্রক্রিয়াকরণ শিল্প 
  • শুষ্ক ফলের ক্যানিং, প্যাকেজিং, সংরক্ষণ ও বিপণন

 

রপ্তানিযোগ্য পণ্যঃ

  • মৎস্য প্রক্রিয়াজাতকরণ  
  • হিমায়িত প্ল্যান্ট   
  • শুটকি প্ল্যান্ট( শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণের জন্য )   
  • মাছ লবণাক্তকরণ ও শুটকিকরণ
  • চামড়া প্রক্রিয়া ও চামড়াভিত্তিক পণ্য 
  • শাকসবজি

 

আমদানির বিকল্পঃ   

  • চামড়া ও চামড়াজাত পণ্য       
  • মাছের জাল ও নেট থ্রেড উৎপাদন 
  • পোষাক শিল্প (পোষাক সংশ্লিষ্ট শিল্প যেমন ওয়াশিং প্ল্যান্ট, প্যাকেজিং ইত্যাদি)    
  • জৈব সার, মিশ্র সার, ইউরিয়া সুপার গ্রানুলস ইত্যাদি উৎপাদন ও বিপণন
  • কীটনাশক উৎপাদন
  • জৈব কীটনাশক, নীম ভিত্তিক কীটনাশক উৎপাদন