এককালীন কিস্তি - ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা বা তার গুণিতক, সর্বোচ্চ ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা।
সুদের হার : ০৩ বছরের জন্য – ৮.০০%।
ত্রৈমাসিক মুনাফা – ২০০০/- (প্রতি ১,০০,০০০/-)
হিসাব খোলার যোগ্যতা
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
১. যথাযথভাবে পূরণ করা অ্যাকাউন্ট খোলার ফর্ম।(নিজ নামে বা যৌথ নামে এক বা একাধিক হিসাব খুলতে পারবেন। )
২. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বিকেবির যেকোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক/ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত।
৩. আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি ও পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪. বেনিফিসিয়ারীর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র (ওয়ারিস সনদ, জাতীয় পরিচয়পত্রে প্রযোজ্য ক্ষেত্রে প্রবাসীর স্বামী/স্ত্রীর নাম অথবা অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতার নাম ইত্যাদি) নিতে হবে । যথানিয়মে সনাক্তকারী নিতে হবে।
৫. আবেদনকারীর আয়কর রিটার্ন প্রত্যয়ন/প্রমাণকসহ টিআইএন সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৫. নমিনীর এক কপি ছবি(নাবালক/নাবালিকাকেও নমিনী করা যাবে)।
৬. নমিনীর বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৭. অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
** যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।